রাজধানী ঢাকা শহরের ২৩কিলোমিটার দক্ষিনে বিক্রমপুরের শ্রীনগর থানার পূর্বদিকে অবস্থিত আটপাড়া ইউনিয়ন। বর্তমান সরকারের আমলে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধনের ফলে জনসাধারণের জীবন মানের প্রভূত উন্নতি সাধিত হইয়াছে। শিক্ষা, সংস্কৃতি, কৃষি, ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে ইউনিয়নটি ঈর্শ্বনীয় অবস্থানে রহিয়াছে।
ইউনিয়নের নাম : আটপাড়া ইউনিয়ন।
থানা : শ্রীনগর।
জেলা : মুন্সিগঞ্জ।
১। ভূমিকা :
(ক) ইউনিয়নের সীমানা : পূর্ব সিংপাড়া, তন্তর ইউনিয়ন পরিষদ, পশ্চিমে ছনবাড়ী শ্রীনগর, দক্ষিনে কুকুটিয়া ইউনিয়ন পরিষদ এবং উত্তরে বীরতারা ইউনিয়ন অবস্তিত।
(খ) স্থাপনকাল : ২০০১-২০০২ ইং অর্থবছর
(গ) জেলা/থানা থেকে যোগাযোগ ব্যবস্থা : পাঁকা সড়ক (বেবি, সিনজি, অটোরিক্সা, মটরসাইকেল, রিক্সা ইত্যাদি)
১.২। ইউনিয়ন পরিষদ পরিচিতিঃ
(ক) আয়তন : ০৯.৩৫ (বর্গ কিঃ মিঃ) প্রায়।
(খ) লোক সংখ্যা : ১৪,১১৬ জন (প্রায়) (জন্ম নিবন্ধন রেজিষ্টার অনুযায়ী)
(গ) গ্রামের সংখ্যা : ১৩ টি।
(ঘ) মৌজার সংখ্যা : ১১ টি।
(ঙ) হাট/বাজার সংখ্যা : নাই।
(চ) পোষ্ট অফিস : ৫ টি। (কোড নং ১৫৪১,১৫৫০)।
(চ) শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা:
ক্র: নং |
|
কলেজ |
মাদ্রাসা |
সিনি. মাদ্রাসা |
দাখিল মাদ্রাসা |
নিন্ম মাধ্যমিকবিদ্যালয় |
মাধ্যমিক বিদ্যালয় |
প্রাথমিক বিদ্যালয় |
এতিমখানা |
কিন্ডারগার্টেন |
এবতেদায়ী |
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
9 |
10 |
11 |
12 |
০১) |
সরকারি |
|
|
|
|
|
০২টি |
০৯টি |
১টি |
|
|
০২) |
বেসরকারি |
|
০৫টি |
|
|
|
|
|
|
০২টি |
|
(ছ) শিক্ষার হার : ৪৪.৫% ( ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী।
(জ) রাস্তা ও সড়কের পরিমান
(ক) পাকা : ৭কি,মি
(খ) এইচ,বি,বি : ৪কি.মি
(গ) কাঁচা : ২৬কিমি
(ঘ) খোয়ার ও ফেরিঘাটের সংখ্যা : --
(ঙ) নলকূপের সংখ্যা : ১২৭৭টি
(১) গভীর ( মোট ) : ১টি
(২) অগভীর : ১২৭৬টি
(৪) সুপার তারা : নাই
(৫) পাওয়ার টিলার : নাই
(৬) তারা পাম্প : ৪টি।
ইটের ভাটা : নেই।
প্রান্তিক চাষী :
বড় চাষী :
মাঝারী চাষী :
ক্ষুদ্র চাষী :
ভূমিহীন চাষী : ১8০ জন
(ট) জমির পরিমান ( হেক্টরে ) : ৮০৮ হে:
(১) এক ফসলী : ৩০৯ হে:
(২) দু ফসলী : ৪৬২ হে:
(৩) তিন ফসলী : ৩৭ হে:
(৪) তিনের অধিক : নাই
(৫) আবাদ যোগ্য পতিত জমি : ০৬ হে:
(৬) মোট পতিত জমি ( অকৃষি জমি) : ১০৮ হে:
আইসক্রিম ফ্যাক্টরি : ০০টি
রাইসমিল :০৪টি
স্ব-মিল :০১টি
ফার্মেসী/ঔষধ বিক্রেতা : ১০ জন
২.০। প্রশাসন সংক্রান্ত :
ক্রমিক নং |
ইউপি চেয়ারম্যানের নাম |
কার্যকাল |
চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবার পূর্বে কি ধরণের পেশায় নিযুক্ত ছিলেন। |
০১) |
মোঃ ফজলুর রহমান |
০৩-০১-২০২২খ্রি: |
ব্যবসা |
২.১। ইউপি ভবন/ঘরের বিবরণ : ১৫ কক্ষ বিশিষ্ট ভবন।
ক) |
খতিয়ান/দাগ নম্বর |
খতিয়ান নং ------দাগ নম্বর জ.ঝ ১৩৩ ও ১৩৪ নং |
খ) |
অফিস আঙ্গিনায় জমির পরিমান |
.৯৪ একর |
গ) |
আর কোন সম্পত্তি / জমি আছে কিনা |
১৩৭ নং দাগে ০.৫২ একর পুকুর |
ঘ) |
ইউপি কার্যালয়ের প্রকৃতি ও কক্ষ সংখ্যা |
কমপ্লেক্স ভবন, ১৪টি |
ঙ) |
নির্মাণ/মেরামতের তারিখ |
২০০১ সালের আগষ্ট মাসে |
২.২। বর্তমান পরিষদের বিবরণ:
(ক) নির্বাচনের তারিখ : ১১-১১-২০২০ খ্রি:
(খ) শপথ গ্রহনের তারিখ :০৯-০১-২০১২ খ্রি:
(গ) প্রথম সভার তারিখ : ০৯-০১-২০২২ খ্রি:
(ঘ) মেয়াদ উত্তীর্ণের তারিখ : ০৮/০১/২০২৭ খ্রি:
ইউনিয়ন পরিষদ জনবল–
১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব– ১ জন।
৩) ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর - ১ জন
৪) ইউনিয়ন গ্রামপুলিশ– ৬ জন।
১৭(ঘ) বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা:
প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী বালক বালিকার সংখ্যা |
প্রাথমিক বিদ্যালয়গামী বালক বালিকার সংখ্যা |
মন্তব্য |
||||||
বিগত সাল |
চলতি সাল |
বিগত সাল |
চলতি সাল |
|||||
বালক |
বালিকা |
বালক |
বালিকা |
বালক |
বালিকা |
বালক |
বালিকা |
|
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
9 |
৮৪০ |
৭৯৯ |
৮৭৯ |
৯১৯ |
৭৭১ |
৮০৫ |
৮৫৯ |
৮৬৭ |
|
(ঙ) পরিবার পরিকল্পনা কার্যক্রম :
সন |
সক্ষম দম্পতির সংখ্যা (৯ টি ওয়ার্ডে) |
পরিবার পরিকল্পনা গ্রহনকারী দম্পত্তির সংখ্যা |
|
স্থায়ী দম্পত্তি |
অস্থায়ী দম্পত্তি |
||
২০১১ |
২৫০৮ জন |
২৭৭ জন |
১৫৯৭ জন |
(চ) ইপিআই কর্মসূচী :
বিগত সালে ইপিআই কর্মসূচির অধীনে গৃহীত শিশুর সংখ্যা |
চলতি সালে ইপিআই কর্মসূচীর অধীনে টিকাদানের জন্য |
|
(ক) গ্রহণযোগ্য শিশুর সংখ্যা |
(খ) গৃহীত শিশুর সংখ্যা/ |
|
১৩৬ |
১৪০ |
১১৮ |
(ছ) স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার:
ইউনিয়নের মোট পায়খানার সংখ্যা |
গত সাল পর্যন্ত স্থাপিত পায়খানার সংখ্যা |
চলতি সালে স্থাপিত পায়খানার সংখ্যা (পরিদর্শনের তারিখ পর্যন্ত) |
||||||
১ নং ওয়ার্ড |
২ নং ওয়ার্ড |
৩ নং ওয়ার্ড |
১ নং ওয়ার্ড |
২ নং ওয়ার্ড |
৩ নং ওয়ার্ড |
১ নং ওয়ার্ড |
২ নং ওয়ার্ড |
৩ নং ওয়ার্ড |
১০৭২ |
৯১৪ |
৭৭২ |
১০১২ |
৮৭০ |
৭৫৩ |
৬০ |
৪৪ |
২৮ |
মোট - ৫,৫২৫টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস